আমাকে আমার মতো থাকতে দাও বাংলা লিরিক্স – অনুপম রায় | Amake amar moto thakte dao Bangla Song Lyrics – Anupam Roy 5 Min Read 670 Views আমাকে আমার মতো থাকতে দাও কন্ঠ, কথা ও সুরঃ অনুপম রায়অ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো নামুভিঃ অটোগ্রাফ লিরিক্সঃআমাকে আমার মতো থাকতে দাও,আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।আমাকে আমার মতো থাকতে দাও,আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।যেটা ছিল না, ছিল না সেটা না পাওয়াই থাক,সব পেলে নষ্ট জীবন।তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়,কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো।যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও,দূরবীণে চোখ রাখবো না না না (না না না না না না না)।এই জাহাজ মাস্তুল ছাড়খার,তবু গল্প লিখছি বাঁচবার।আমি রাখতে চাইনা আর তার,কোন রাত-দুপুরের আবদার।তাই চেষ্টা করছি বারবার,সাঁতরে পাড় খোঁজার।কখনো আকাশ বেয়ে চুপ করে,যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে।চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুজোনা আমায়,আশেপাশে আমি আর নেই।আমার জন্য আলো জ্বেলোনা কেউ,আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ।এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি,শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না (না না না না না না না)এই জাহাজ মাস্তুল ছারখার,তবু গল্প লিখছি বাঁচবার।আমি রাখতে চাইনা আর তার,কোন রাত-দুপুরের আবদার।তাই চেষ্টা করছি বারবার,সাঁতরে পাড় খোঁজার।(না না না না না না না না না না না না না না না……)তোমার রক্তে আছে স্বপ্ন যত,তারা ছুটছে রাত্রি-দিন নিজের মতো।কখনো সময় পেলে একটু ভেবো,আঙুলের ফাঁকে আমি কই;হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে,যত শুকনো পেঁয়াজ কলি, ফ্রিজের শীতে;আমি ওবেলার ডাল-ভাত ফুরিয়ে গিয়েছি,বিলাসের জলে ভাসব না না না।এই জাহাজ মাস্তুল ছারখার,তবু গল্প লিখছি বাঁচবার।আমি রাখতে চাইনা আর তার,কোন রাত-দুপুরের আবদার।তাই চেষ্টা করছি বারবার,সাঁতরে পাড় খোঁজার।(না না না না না না না না না না না না না না না……)অনুপম রায় আরো লিরিক্স পড়তে এখানে ক্লিক করুন Share Article: Share on Facebook Share on Whatsapp Copy Link